ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

অভিযানের আগেই পালালো আব্দুর রহমান বদির ভাই মোলভী মুজিব

টেকনাফ সংবাদদাতা ::
উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ছোট ভাই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা সম্রাট এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মৌলভী মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
শনিবার (২৯ জুন) ভোরে উপজেলার চৌধুরীপাড়ার বাসায় এ অভিযান চালানো হয়।

তবে, অভিযানের আগেই পালিয়ে গেছে মাওলানা মুজিব। এ কারণে তাকে আটক করতে পারেনি পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, মৌলভী মুজিবুর রহমান  তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামী। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তার অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত রাখবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য যে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র ও ইয়াবা জমা দিয়ে আত্মসমর্পণ করে মৌলভী মুজিব ও আব্দুর রহমান বদির দুই ভাই আব্দুল আমিন, আব্দুর শুক্কুর। কিন্তু রহস্যজনক কারণে আত্মসমর্পণ করেননি সাবেক সাংসদ আবদুর রহমান বদি ও তার ভাই মৌলভী মুজিবুর রহমান।

পাঠকের মতামত: