ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

অবরোধে চকরিয়াতে মাঠে নেই বিএনপির নেতা-কর্মীরা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::
সরকার পতনের এক দফা দাবি ও ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা-নির্যাতন-গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী চলছে হরতাল-অবরোধ।

গত ২৮শে অক্টোবরের পরে বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী হরতাল- অবরোধ কমর্সূচি কক্সবাজারের চকরিয়াতে ঢিলে-ঢালাভাবে পালিত হয়েছে ।

কর্মসূচি দিয়েও যথারীতি মাঠে ছিলো না বিএনপির চকরিয়া উপজেলা ও পৌরসভা কমিটির নেতা ও অঙ্গ সংগঠন গুলোর নেতা-কর্মীরা। এর আগে হরতালেও কোনো কর্মসূচি না করে তাদের নীরব থাকতে দেখা গেছে।

যদিও চকরিয়া শহরে প্রথম দফার অবরোধের সময় জামায়াতের দুটি ঝাটিকা মিছিল দেখা যায়।
তবে যথারীতি আওয়ামী লীগের হরতাল ও অবরোধ বিরোধী বিক্ষোভ করতে দেখা যায়।

চকরিয়া পৌরশহর, ডুলহাজারা, হারবাং, বরইতলীসহ প্রধান সড়কে হরতাল-অবরোধের বিরুদ্ধে অবস্থান করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।

এই ব্যাপারে চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দু রহিম বলেন, সারাদেশের মত চকরিয়াতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা চকরিয়াতে হরতাল-অবরোধ চলাকালীন একাধিক মিছিল ও পিকেটিং করেছি।

চকরিয়াতে যেকোনো আন্দোলন সর্বাত্বকভাবে পালন করে আসছি এবং আগামীতেও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবো।

 

পাঠকের মতামত: