ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

অপহরণ করে বিয়ে: ৩ মাসের মাথায় যৌতুকের জন্য খুন

khunছালাম কাকলী :

মহেশখালী শাপলাপুর আলিম মাদ্রাসার ৬ষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে বিয়ে করার ৩ মাসের মাথায় যৌতুকের জন্য খুন হল স্বামীর প্রহারে।

সূত্র জানায়, শাপলাপুর ইউনিয়নের জামির ছড়ি গ্রামের দিন মজুর নুরুল আলমের কন্যা শাপলাপুর আলিম মাদ্রাসার ৬ষ্টম শ্রেণির ছাত্রী ময়না আক্তার (১৪) গত জুন মাসে মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে একই ইউনিয়নের পশ্চিম মৌলভী কাটা গ্রামের খলিল মিয়া পুত্র মাঈন উদ্দীন অস্ত্রধরে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনা সমাধান করতে স্থানীয় ছলিম উল্লাহ মেম্বার ও মোহাম্মদ হোছাইন মেম্বার এর নেতৃত্বে ময়না আক্তারের পিতা ও আত্বীয় স্বজনের সাথে দফায় দফায় বৈঠক বসে। বৈঠকের সিন্ধান্ত মতে মোহাম্মদ হোছাইন মেম্বারের মাধ্যমে পূর্ণ বয়স দেখিয়ে পরিষদ থেকে কৌশলে জন্ম নিবন্ধন সংগ্রহ করে আনুষ্টানিক ভাবে বিয়ের কাজ সম্পন্ন করে। বিয়ের পরবর্তী থেকে যৌতুকের জন্য স্বামী তাকে বারবার মারধর করতো। সর্বশেষ গত ২০ শে অক্টোবর মাঈন উদ্দীন তাকে কয়েক দফায় মারধর করে। এতে অজ্ঞান হলে তার মুখে বিষ ঢেলে দেয়। এতে ঐ দিন সদ্ধায় ময়না আক্তারের মৃত্যু নিশ্চিত জেনে যৌতুকলোভী লম্পট স্বামী সহ তার পরিবারের সকলে লাশ ফেলে পালিয়ে যায়। গত ২১ অক্টোবর ময়না আক্তারের ময়না তদন্তের শেষে লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী শোক ও বিচার দাবী করেছে।

 

পাঠকের মতামত: