ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

অনুর্ধ্ব-১৭ চকরিয়া উপজেলা ফুটবল দল জেলায় চ্যাম্পিয়ন হওয়ার প্রশাসনের সম্বর্ধনা

এম.মনছুর আলম, চকরিয়া:  ককক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ যুব গেমস ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলায়  অনুর্ধ্ব-১৭ চকরিয়া উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় উপজেলা প্রশাসন পক্ষথেকে সম্বর্ধনা দেয়া হয়েছে।

আজ ২১ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ হলরুম “মোহনা” মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে প্রশাসনের পক্ষথেকে খেলোয়াড়সহ কর্মকর্তাদের এ সম্বর্ধনা দেয়া হয়।উক্ত সম্বর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশন (ডিএফএ) সভাপতি ও চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, কোচ নুরুল আবছার, টিম ম্যানেজার শিক্ষাবিদ আবদুল মালেক, নজরুল বাবু, নুরুল আনচারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ যুব গেমসে মর্যাদাকর ফুটবল ইভেন্টে ২০ডিসেম্বর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চকরিয়া উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ৩-০ গোলে মহেশখালী উপজেলা ফুটবল দলকে হারিয়ে শিরোপা জয়লাভ করেন।

সম্বর্ধনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান খেলোয়াড়দের উদ্যশ্যে বলেন, বর্তমান প্রজন্মের তরুণ যুবকদের খেলাধুলায় আকৃষ্ট করতে পারলে, সমাজ ও দেশের আমূল পরিবর্তন ঘটবে। একজন ভাল মানের দক্ষ খেলোয়াড় তৈরি হলেই আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে উঠতে খেলা ছাড়া কোন বিকল্প নেই। নিয়মিত ভাবে খেলাধুলায় প্রশিক্ষণ অব্যাহত রাখলে যোগ্য খ্যাতিমান তারকা হওয়া খুবই সহজ। তিনি খেলোয়াড়দের বিজয় ধারা অব্যাহত রাখায় উপজেলা প্রশাসনের পক্ষথেকে প্রতিটি খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

পাঠকের মতামত: