ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

অনিয়ম-দুর্নীতির কারণে সরকারের অবস্থা তলানিতে পৌঁছেছে -লুৎফুর রহমান কাজল

সংবাদ বিজ্ঞপ্তি ::  বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেছেন, অনিয়ম-দুর্নীতির কারণে বর্তমান সরকারের অবস্থা তলানিতে পৌঁছেছে। সম্প্রতি আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে সরকারের ভেতর বাইরে তুমুল হৈচৈ পড়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকালে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও শ্রমিক দলের যৌথ কর্মী সভায় লুৎফুর রহমান কাজল প্রধান অতিথির বক্তব্য দেন।

সভায় তিনি বলেন, সুসংগঠিত বাহিনী ছাড়া যেমন যুদ্ধে জয়ী হওয়া যায় না তেমনি সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া বিজয় সম্ভব নয়। পদের জন্য সংগঠন নয়। কাজের জন্যই সংগঠন। দলের সবস্তরে ত্যাগ স্বীকার করতে হবে।

সভায় উপস্থিত নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহবান জানান লুৎফুর রহমান কাজল।

কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে মিথ্যা মামলা, হামলা, নির্যাতনের মাঝেও রাজনীতির মাঠে শক্ত ভীতে দাঁড়িয়ে আছে জাতীয়তাবাদী পরিবারের অকুতোভয় সৈনিকেরা। যারা দুঃসময়ে দলের জন্য কাজ করছে তাদেরকে সর্বদা মূল্যায়ন করা হবে। কোন সুযোগ সন্ধানীর স্থান শ্রমিক দলে হবে না।

সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোতাহের হোসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর মাবুদ, ঈদগাঁও বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন কমিশনার, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, ঈদগাঁও বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, সৌদি আরবস্থ কক্সবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোক্তার আহমদ, রামু উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহেদুল আলম, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, আবাসিক হোটেল শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক দোলন ধর, জেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিজভী খান, রামু উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, ঈদগাঁও শ্রমিক দলের সদস্য সচিব শফিউল আলম তাজ, জেলা যুব দলের ক্রিড়া সম্পাদক আবছার কামাল, সদর উপজেলা শ্রমিক দলের সহসভাপতি আমির হামজা, যুগ্ম সম্পাদক নুরুল আবছার, ঝিলংজা ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক আজিজুল হক।

সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বুলবুল শিকদারের সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন -খুরুশকুল শ্রমিক দলের আহবায়ক আবু তাহের, যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন, নুর মোহাম্মদ, ঝিলংজা শ্রমিক দলের আহবায়ক জসিম উদ্দিন, চৌফলদন্ডির শ্রমিক দলের সদস্য সচিব নুরুল আবছার, শাহজাহান, পিএমখালীর রমজান আলী, আমির হামজা।

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও শ্রমিক দলের যৌথ কর্মী সভায় সবস্তরের নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল সহকারে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকাল নাগাদ বিএনপি কার্যালয় প্রাঙ্গণ ভরে যায়। কর্মী সভাকে ঘিরে সবার মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। এই সভায় প্রাণ পেয়েছে জাতীয়তাবাদী পরিবারের সারথিরা।

পাঠকের মতামত: