নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়ার উপজেলায় কৈয়ারবিল ইউনিয়নের কৃতি সন্তান অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী ২৫ জানুয়ারি ৭টায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে ২০১৭ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে চট্টগ্রামস্থ কক্সবাজার সমিতির সভাপতি দায়িত্ব ছিলেন।
পরবর্তীতে আমৃত্য তিনি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ মিডিয়াম) এর অধ্যক্ষ ছিলেন। চট্টগ্রাম চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ প্রাঙ্গনে ২৬ জানুয়ারি সকালে এবং চকরিয়াস্থ কৈয়ারবিল গ্রামের বাড়ি প্রপার কৈয়ারবিল সিকদার পাড়া জামে মসজিদে বাদে আসর সাড়ে ৪টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কৈয়ারবিল ঐতিহ্যবাহী সিকদার পরিবারে এ খ্যাতিমান শিক্ষাবিদ জন্ম গ্রহণ করেন। তিনি কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের ২য় ব্যাচের (৬ষ্ঠ শ্রেণির ১০৬৪)শিক্ষার্থী। পরবর্তীতে ১৯৭০ সালে চকরিয়া হাই স্কুল থেকে এসএসসি, ১৯৭২ সালে কক্সবাজার কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম কলেজ থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্স ও একই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি শেষে মিরশ্বরাই কলেজে যোগদান করেন ও পরে ওমর গণি এম ই এস কলেজ এ প্রভাষক হিসেবে যোগদান করেন।
পাঠকের মতামত: