ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

অকালে চলে গেলেন চকরিয়া পৌরসভার সহকারি কর আদায়কারী রাকিব চৌধুরী, শোক প্রকাশ

এম.জিয়াবুল হক. চকরিয়া :: ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে থাকা কক্সবাজারের চকরিয়া পৌরসভার সহকারি কর আদায়কারী রাকিব হাসান চৌধুরী ইন্তেকাল (ইন্নালিল্লাহে—-রাজেউন) করেছেন। শুক্রবার ১৭ এপ্রিল বিকাল সাড়ে তিনটায় চকরিয়া পৌরসভার সবুজবাগস্থ বাসভবনে শেষ নি:শ^াস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাহিদা হায়দার, একমাত্র ছেলে রাব্বি হাসান চৌধুরী ছাড়াও অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদে এশা চকরিয়া পৌরসভার বাটাখালী জামে মসজিদে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, রাকিব চৌধুরী দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি সামর্থ্য অনুযায়ী সবধরণের চিকিৎসা করেছেন। চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করতে গিয়ে পরিবারটি একেবারে নি:স্ব হয়ে পড়েছে। অনেকে তার চিকিৎসার জন্য সহযোগিতাও দিয়েছেন।

এদিকে পৌরসভার সহকারি কর আদায়কারী রাকিব হাসান চৌধুরীর অকাল মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। শোক প্রকাশ করেছেন চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, কাউন্সিলর মছুদুল হক মধু, কাউন্সিলর রেজাউল করিম, কাউন্সিলর জাফর আলম কালু, কাউন্সিলর আলহাজ জিয়াবুল হক, কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, কাউন্সিলর জামাল উদ্দিন, কাউন্সিলর মুজিবুল হক মুজিব, কাউন্সিলর নজরুল ইসলাম, নারী কাউন্সিলর রাশেদা বেগম, নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা খুকুমনি, নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম এবং চকরিয়া পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। #

পাঠকের মতামত: