ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক মিজানুর রহমান তোতা আর নেই

চকরিয়া নিউজ ডেস্ক ::
যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতা (৬৫) আর নেই।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে তাঁর করোনা শনাক্ত করা হয়েছিল।

পরে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩ জুলাই মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিক, আজ শনিবার বাদ জোহর যশোর শহরের খয়েরতলা জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

১৯৭৮ সালে দৈনিক গণকন্ঠের রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন মিজানুর রহমান। এরপর স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন একটানা ৪৫ বছর। এর মধ্যে ৩৫ বছরই কাজ করেছেন দৈনিক ইনকিলাবে।

এ ছাড়া যশোরের সাংবাদিক সমাজের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়ে। যশোরের অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন মিজানুর। প্রেসক্লাব যশোরের সম্পাদক পদে একবার এবং সভাপতি পদে তিনবার দায়িত্ব পালন করেন তিনি।

পাঠকের মতামত: