ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

কুতুবদিয়ায় ৬টি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::  কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিস হতে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। ৬টি ইউপি নির্বাচনে ৩৩জন চেয়ারম্যান পদপ্রার্থী ৭৬ জন সংরক্ষিত মহিলা আসন ও ২২৩ জন সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উত্তর ধূরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. ইয়াহিয়া খান কুতুবী (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী মো. দেলোয়ার হোসেন (হাতপাখা)। এছাড়াও বাকী ৪জন স্বতন্ত্র প্রার্থী আ.স. শাহরিয়ার চৌধুরী (ঘোড়া), আব্দুল হালিম (আনারস), আওয়ামীলীগের বিদ্রোহী সিরাজুদ্দৌলাহ (মোটরসাইকেল) ও আশাদুল করিম (চশমা) প্রতীক পেয়েছেন।

দক্ষিণ ধূরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আজম সিকদার (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী মো. হামিদুল্লাহ (হাতপাখা)। এছাড়াও ৩জন স্বতন্ত্র প্রার্থী ছৈয়দ আহমদ চৌধুরী ( ঘোড়া), আলা উদ্দিন আল আযাদ (চশমা) ও মো. আবু আক্কাস (আনারস) প্রতীক পেয়েছেন।

লেমশীখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রেজাউল করিম রাজু (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী মো. শরিফ ( হাতপাখা), বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রার্থী এড. ফিরোজ আহমেদ (ডাব)। এছাড়াও ৪ জন স্বতন্ত্র প্রার্থী আকতার হোছাইন (চশমা), আবু মজিদ আবদুল্লাহ (পাতা), ওয়াকি মনি (আনারস) ও মো. সরওয়ার আলম (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

কৈয়ারবিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আজমগীর মাতবর (নৌকা)। এছাড়াও ৫জন স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক পেলেন জালাল আহমেদ (মোটরসাইকেল), মনোয়ার ইসলাম চৌধুরী মুকুল ( অটো রিকশা), জাহিদুল ইসলাম চৌধুরী (চশনা), ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ ( ঘোড়া) ও মো. আবু মুছা কুতুবী (আনারস)।

বড়ঘোপ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল কালাম (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী মো. আক্কাস উদ্দীন ( হাতপাখা)। এছাড়াও ৪ জন স্বতন্ত্র প্রার্থীরা হলেন আ.ন. ম শহিদ উদ্দীন ছোটন ( ঘোড়া), তৌহিদুল ইসলাম খোকন (মোটরসাইকেল) ও তানভীর মাহমুদ (আনারস) প্রতীক পেয়েছেন।

এবং আলী আকবর ডেইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম সিকদার ( নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী মো. ইদ্রিস (হাতপাখা)। এছাড়াও ২ জন স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক পেলেন ফিরোজ খান চৌধুরী (ঘোড়া) ও আব্দুল লতিফ ( আনারস)।

এছাড়াও ৬টি ইউনিয়নের ৭৬ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও ২২৩ জন সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল এখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাঠকের মতামত: