ঢাকা,বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ইউপি সাধারণ সদস্য ৩ জনের মনোনয়ন বাতিল

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::
কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬টি পদে চেয়ারম্যান পদপ্রার্থী ৩৫ জন, ৫৪টি পদে সাধারণ সদস্য ২৩১ জন ও ১৮টি পদে সংরক্ষিত মহিলা আসন ৭৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) দিনব্যাপী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করেন। এরমধ্যে উত্তর ধূরুং ইউনিয়নের ১জন, বড়ঘোপ ইউনিয়নে ১ জন এবং আলী আকবর ডেইল ইউনিয়নে ১জনসহ মোট ৩জন প্রার্থী ব্যতীত সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ জামশেদুল ইসলাম সিকদার। উত্তর ধূরুং, বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামসেদুল ইসলাম সিকদার, লেমশীখালী ইউপির রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোছাইন, দক্ষিণ ধূরুং ইউপির রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিম হাছান ও কৈয়ারবিল ইউপির রিটার্নিং কর্মকর্তা  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ানজী।
প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং মনোনয়ন প্রত্যাহার ২৪ মার্চ।

পাঠকের মতামত: