চকরিয়া উপজেলার হাজিয়ান এলাকায় একটি সিন্ডিকেট মাতামুহুরী নদী থেকে উত্তোলন করছে অবৈধ ভাবে বালু। এতে করে নদী কবলিত এ এলাকার মানুষ গুলোর মাঝে বিরাজ করছে আতংক। এর পাশাপাশি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষের চলাচলের রাস্তা গুলো। এ অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন ধরণের বাধা না আসায় লোকজন রয়েছে অজানা আতংকে।
জানা গেছে, হাজিয়ান এলাকার কতিপয় বালু উত্তোলনাকারী সিন্ডিকেন্টরা সরকার দলের নাম ব্যবহার করে স্থানীয় বেলাল উদ্দিন, ছাবের আহমদ ছাবু (প্রকাশ লাল ছাবু) ও মো: শফিউল আলম নামের একটি সিন্ডিকেন্ট কয়েক মাস ধরে মাতামুহুরী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। এতে করে মাতামুহুরী নদীর গতি পথ ওই এলাকার দিকে চলে যাওয়ার কারণে স্থানীয়রা আতংকগ্রস্ত হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, নদী ভাঙ্গনের পাশাপাশি তাদের কারণে ওই এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অবৈধ ভাবে বালূ উত্তোলনকারী সদস্যরা জানায়, তাদের সাথে উপজেলা ও পৌরসভার বেশ কিছু সরকার দলের নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে তারা অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। গতকাল স্থানীয় লোকজন বাঁধার মুখে এখন বন্ধ থাকলেও পুনরায় তারা বালু উত্তোলন করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে হাজিয়ানের লোকজন অবৈধ বালু উত্তোলন বন্ধ করে মাতামুহুরী নদী ভাঙ্গন রোধ ও সড়ক যাতে নষ্ঠ না হয় তার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।##
পাঠকের মতামত: