ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টে উখিয়া অনলাইন প্রেসক্লাবের জয়

উখিয়া প্রতিনিধি : উখিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বালুখালী ক্রিকেট একাদশকে ৫১ রানের ব্যবধানে হারিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাব।

আজ শনিবার দুপুর ২টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বালুখালী ক্রিকেট একাদশ।

ব্যাট করতে নেমে উখিয়া অনলাইন প্রেসক্লাব ৬ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে অনলাইন প্রেসক্লাবের বোলিংদের তোপের মুখে সব উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে বালুখালী ক্রিকেট একাদশ। এতে ৫১ রানের বিশাল ব্যবধানে জয় পায় উখিয়া অনলাইন প্রেসক্লাব।

খেলায় দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৩ রান ও বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের অলরাউন্ডার বোরহান বিন আরমান।

উখিয়া অনলাইন প্রেসক্লাব একাদশ : শফি আলম নাধু (অধিনায়ক), মো: জাবের, শাহাদাত, বোরহান বিন আরমান, রুহেল আমিন, সৌরভ, ফারুক, আবছার, খাইরু, রিদুয়ানুর রহমান, খাইরুল আমিন তানভীর।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন।

উল্লেখ্য, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও রাইজিং স্টার সোসাইটি উক্ত টূর্ণামেন্টের আয়োজন করে।

পাঠকের মতামত: