ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ডুলাহাজারায় ভোট শেষে গোলাগুলি আহত ১৫

ahotaনিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

চকরিয়ায় শান্তি পূর্ন নির্বাচনের পর ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া, চিরিঙ্গা ইউনিয়ন ও কাকারা পাহাড় তলী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ পৃথক ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। জানা গেছে, আজ ২৩ এপ্রিল চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত সুন্দর ভাবে ভোট গ্রহণ হলেও বিকালে কাকার পাহাড় তলীতে প্রথমে পরে চিরিঙ্গা ইউনিয়নে এবং সর্বশেষ সন্ধ্যায় ডুলাহাজারায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিক্ষপ্ত ভাবে কম বেশী ১৫ জন আহত হয়েছে। আইন শৃংখলা রক্ষাবাহিনীর লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌছলে ঘটনা বন্ধ হলেও ওই সব এলাকায় আতংক বিরাজ করছে।

 

পাঠকের মতামত: