ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পুরান চাল ভাতে বাড়ে ঃ খুটাখালীতে আবদুর রহমান চেয়ারম্যান

ঙঙঙঙঙসেলিম উদ্দিন, ঈদগাঁও :::

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূনরায় জামায়াত সমর্থিত বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৯ টি কেন্দ্রের মধ্যে প্রায় ৭টি কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়ে ২য় বারের মত খুটাখালীবাসীর খাদেম হিসাবে নির্বাচিত হন। বেসরকারী ভাবে তার প্রাপ্ত ভোট ৫৩০০। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন। প্রায় ১৯৬০ ভোটের ব্যবধানে মাওলানা আবদুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাধারণ মানুষের মুখে মুখে শুনা যাচ্ছে ‘পুরান চাল ভাতে বাড়ে’।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত তৃতীয় ধাপের এ নির্বাচনে খুটাখালী ্ইউনিয়নের ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তৎমধ্যে ক্ষমতাশীন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বাহাদুর হক, বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন, ধানের শীষ প্রার্থী আনিছুর রহমান, লাঙ্গল মনোনীত প্রার্থী আবদুর রহমান, বাইসাইকেল প্রার্থী আরমান চৌধুরী ও ৪ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ছিলেন বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান আনারস, আরফাত কামাল জিকু (অটো রিক্সা), মাইন উদ্দিন রজনীগন্ধা, কুতুব উদ্দিন টেলিফোন, তাদের মধ্যে হেভিয়েট প্রার্থী জয়নাল আবেদীন ভোটের ব্যবধানে দ্বিতীয় হয়েছেন।

সরজমিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শণ করে জানা গেছে, ১ নং ওয়ার্ডে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেম্বার ছলিম উল্লাহ, ২ ওয়ার্ডে ডা. তারেক, ৩ নং ওয়ার্ডে আবদুল আওয়াল, ৪ নং ওয়ার্ডে অলি আহমদ, ৫ নং ওয়ার্ডে নুরুল হক, ৬ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার আনোয়ার হোছন, ৭ নং ওয়ার্ডে ওয়াশিম আকরাম চৌধুরী, ৮ নং ওয়ার্ডে সাবেক মেম্বার জসিম উদ্দিন, ৯ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার গিয়াস উদ্দিন এবং সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ১,২ ও ৩ নং ওয়ার্ডে রাজিয়া বেগম রাজু, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ছালেহা পারভিন ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ফাতেমা ফরিদ নির্বাচিত হয়েছেন। জানা গেছে ৯ নং ওয়ার্ডের ব্যালট পেপার গোপন রাখার অভিযোগে কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট ঐ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবিরকে তাৎক্ষনিক ভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। ইউনিয়নের আর কোথাও অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দিনভর নির্বাচন সুষ্টু হবে কিনা তা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে শংকা বিরাজ করছিল। নির্বাচনে বিপুল পরিমান পুলিশ, বিজিবি ও র‌্যাবের টহল জোরদার ছিল।

পাঠকের মতামত: