ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়া নিউজ পরিবারের প্রাণঢালা অভিনন্দন

উখিয়া প্রেসক্লাবে আনোয়ার সভাপতি, মুকুল সম্পাদক নির্বাচিত

চকরিযা নিউজ ডেস্ক :: উখিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে এস.এম আনোয়ার হোসেন ১৩ ভোট পেয়ে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল ২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার ৫ ডিসেম্বর. উৎসব মুখর পরিবেশে উখিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৩ জন ভোটারের ৩৩ জনই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক নুরুল আমিন সিদ্দিক, কমিশনার ছিলেন নুরুল হক খান ও নুরল হুদা। ভোট গননা করেন দৈনিক সমুদ্র কন্ঠ সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ।  আজ শনিবার সকাল ৯টা থেকে প্রেসক্লাব চত্বরে এ ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মজার বিষয় হলো-৩৩ জন ভোটার নিয়ে ২৩ জন প্রার্থী ছিলেন।

উখিয়া প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী এস এম আনোয়ার হোসেন ছাড়াও প্রতিদ্বন্দ্বি আরো ৪ জন প্রার্থী রফিক উদ্দিন বাবুল (প্রাপ্ত ভোট : ৮), সরওয়ার আলম শাহীন (প্রাপ্ত ভোট : ৫), এডভোকেট আব্দুর রহিম (প্রাপ্ত ভোট : ৩) ও রফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট : ৩) পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী কমরুদ্দিন মুকুল ছাড়াও প্রতিদ্বন্দ্বি আরো ২ জন প্রার্থী রতন কান্তি দে (প্রাপ্ত ভোট : ৫) ও এ এইচ সেলিম উল্লাহ (প্রাপ্ত ভোট : ৫) পেয়েছেন।

এছাড়া সহ সভাপতি পদে সাইফুর রহিম শাহীন ও হুমায়ুন কবির জুশান দু’জনেই ১৪ ভোট করে পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে অন্য একজন প্রার্থী দিপন বিশ্বাস পেয়েছেন ৪ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে ১৭ ভোট পেয়ে আমানুল হক বাবুল নির্বাচিত হয়েছেন। একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি জসিম উদ্দিন চৌধুরী ১৩ ভোট।

অর্থ সম্পাদক পদে সোলতান মাহমুদ চৌধুরী ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আমিনুল হক আমিন পেয়েছেন ১১ ভোট।

দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হক বাবুল ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শ.ম গফুর পেয়েছেন ৭ ভোট।

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে কাজী হুমায়ুন কবির বাচ্চু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে হানিফ আজাদ (প্রাপ্ত ভোট : ২৬), ফারুক আহমদ (প্রাপ্ত ভোট : ২২), ওবায়দুল হক (প্রাপ্ত ভোট : ১৯), নুর মোহাম্মদ সিকদার (প্রাপ্ত ভোট : ১৮) পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি গফুর মিয়া চৌধুরী (প্রাপ্ত ভোট : ১৮)।

চকরিয়া নিউজ পরিবারের প্রাণঢালা অভিনন্দন ::

উখিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল “চকরিয়া নিউজ ডটকম” পরিবারের পক্ষে সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম  আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। নব নির্বাচিত কমিটির নেতৃত্বে সাংবাদিকদের পেশার মর্যাদা বৃদ্ধিতে এবং উখিয়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চকরিয়া নিউজ পর্ষদ।

সিবিএন পরিবারের অভিনন্দন :
উখিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে কক্সবাজার জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল “কক্সবাজার নিউজ ডটকম” সিবিএন পরিবারের পক্ষে সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। নব নির্বাচিত কমিটির নেতৃত্বে সাংবাদিকদের পেশার মর্যাদা বৃদ্ধিতে এবং উখিয়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে বলে অভিনন্দন বার্তায় অধ্যাপক আকতার চৌধুরী উল্লেখ করেন।

 

 

Share

পাঠকের মতামত: