ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

লোহাগাড়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। (২২নভেম্বর) রবিবার দিবাগত রাতে উপজেলার কুমিরাঘোনা চাকফিরানী দক্ষিণের ঘোনা বোইন্নাবিল নামক স্থানে ধান ক্ষেতে এ বন্যহাতিটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ। তিনি জানান সোমবার ভোরে এলাকার কৃষকরা ধান ক্ষেতে বন্যহাতির লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। আমি সাথে সাথে বনবিভাগে খবর দিয়েছি। তবে কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখনও জানা যায়নি।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার মো. মনজুরুল আলম সাংবাদিকদের জানান, বন্যহাতির মারা যাওয়ার খবর পেয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটি মারা যাওয়ার খোঁজখবর নেন।
পোস্টমর্টেম করে জানা যাবে হাতিটি কিভাবে মারা গেছে। তবে স্থানীয়রা জানান, বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হাতিটি মারা গেছে।

পাঠকের মতামত: