ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ফ্রান্সের বিরুদ্ধে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি : খেলাফত মজলিসের

উখিয়া প্রতিনিধি :: অভিশপ্ত ফ্রান্স সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে, জরুরী ভাবে “সংসদ অধিবেশন” আহ্বান করে নিন্দা প্রস্তাব পাশ করে, তাদের সকল পণ্য আমদানী নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন “অসুস্থ মজলিস নেতা” খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা হাফেজ নুরুল আলম আল মামুন। অসুস্থ শরীর নিয়েও তিনি সমাবেশে উপস্থিত হয়ে ছিলেন। প্রধান অতিথিে বক্তব্যে তিনি ফ্রান্সের সব ধরনের পণ্য বিক্রি বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা হাফেজ নুরুল্লাহ জিহাদী বলেন, ফ্রান্স সরকারের রাষ্ট্রীয় মদদে রাসুল (সঃ)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনী করে ২০০ শত কোটি মুসলমানদের হ্রদয়ে আঘাত করেছে, এটা কখনো সহ্য করা হবে না। আমরা সরকারকে বলতে চাই, রাসুল (সঃ) কি শুধু ইসলামী দলের? না আপনাদেরও? আপনারা কি মুসলমান নয়? তা-না হলে রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানাতে আপনাদের সমস্যা কোথায়? আমরা বিনীত অনুরোধ করছি অবিলম্বে ফ্রান্সের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল করে, তাদের সাথে সকল প্রকার কূটনৈতীক সম্পর্ক চ্ছিন্ন করার পাশাপাশি সংবাদে নিন্দা প্রস্তাব পাশ করুন, এবং রাষ্ট্রীয় ভাবে তাদের সব ধরনের পণ্য বর্জনের ঘোষণা দিন। হাফেজ মাওলানা ইলয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা বোরহান উদ্দিন, সাবেক ছাত্র নেতা,হাফেজ মাওলানা এমদাদুল হক মঈনী, হাফেজ মাওলানা আবদুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউছুফ মাওলানা সৈয়দ আহমদ ও মাওলানা সৈয়দ হোসাইন প্রমূখ।

পাঠকের মতামত: