ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

সীতাকুণ্ডে স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা :: সীতাকুণ্ডে অন্ডকোষে স্ত্রীর লাথির আঘাতে আবুল হাশেম (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা আবুল হাশেম ও তার স্ত্রী লাইলী বেগমের (৪০) মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। নিঃসন্তান এই দম্পত্তি গত মঙ্গলবারও ঝগড়ায় লিপ্ত হলে এক পযায়ে স্ত্রী লাইলী তার স্বামীর অন্ডকোষে সজোরে লাথি মারে। এতে স্বামী আবুল হাশেম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে স্থানীয় সূত্রে এ খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে স্ত্রী লাইলী বেগমকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, ‘স্ত্রী লাইলীর লাথিতে আহত হয়ে স্বামী আবুল হাশেমের মৃত্যু হয়েছে। আমরা লাইলী বেগমকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হচ্ছে।’

পাঠকের মতামত: