ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার মানষিক প্রতিবন্ধি যুবক বোয়ালখালীতে বেড়াতে গিয়ে ৪দিন ধরে নিখোঁজ

mail.google.comএম.জিয়াবুল হক, চকরিয়া :::

চট্টগ্রামের বোয়ালখালীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েই গত চারদিন ধরে নিঁেখাজ রয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার শওকত আলম প্রকাশ আদন (২৭) নামের এক মানষিক প্রতিবন্ধি যুবক। গত ১৪এপ্রিল সকালে নিজের বাড়ি থেকে বোয়ালখালী উপজেলার সাতপুরা নামক স্থানে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান এ যুবক। এরপর থেকে আর তার হদিস মিলছেনা।

জানা গেছে, নিখোঁজ যুবক আদনের বাড়ি চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা সওদাগরপাড়া গ্রামে। তার বাবার নাম নুরুল কবির ও মাতার নাম এলেমন নাহার। মাঝে মধ্যে অসলগ্ন কথা বলেন আদন।

পরিবার সদস্যরা জানান, বোয়ালখালীর ওই আত্মীয়ের বাড়িসহ সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়িতে তার সন্ধানে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তার হদিস পাওয়া যাচ্ছেনা। এ অবস্থায় পরিবার সদস্যরা সুহৃদয়বান কেউ তার সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে ০১৮১৯-৬২৫৯২৪, ০১৮২৩-৮০৯২০২, ০১৮৮১-৬৯০৪০৫, ০১৮১৬-০৪৮৭৬০ এই মোবাইল নাম্বারে জানানোর জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত: