ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

চকরিয়ার এনাম স্বর্ণের বারসহ চট্টগ্রামের বিমানবন্দরে আটক

আবুল কালাম, চট্টগ্রাম ::  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক বিমান যাত্রী কে ৮২ পিস স্বর্ণেরসহ আটক করেছেন।জাতীয় নিরাপত্তা গোয়ন্দা ও চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ( ১ অক্টোবর ) সকালের দিকে এসব সোনার বার উদ্ধার করা হয়।

৯ কেজি ৫৯ গ্রাম সোনার বারসহ আটক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মোহাম্মদ এনামুল হক (পাসপোর্ট: বিপি ০৭৮৬৭৮১) দুবাই থেকে মূলত এসব স্বর্ণ ক্যারিয়ার হিসেবেই বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের উপ কমিশনার রোখসানা আকতার।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশএয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীকে আটক করে তল্লাশি করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। বিমানটি ল্যান্ড করার পরপরই সন্দেহজনক ওই যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় একটি প্লাস্টিকে মোড়ানো বডিশিল্ডে লুকানো অবস্থায় ৮২টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুবাই থেকে ক্যারিয়ার হিসেবে এসব স্বর্ণের বার বহন করার কথা জানিয়েছেন আটক ওই যাত্রী। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কাস্টম কর্মকর্তা রোখসানা আক্তার।

 

পাঠকের মতামত: