কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা পালাকাটা রাবার ড্যাম সড়কের সেই ক্ষতবিক্ষত বেড়িঁবাধ মেরামত কাজ অবশেষে শুরু হয়েছে। চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের প্রচেষ্টায় কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড অগ্রাধিকার প্রকল্পের আওতায় সড়কের ওই ক্ষতিগ্রস্থ বেড়িঁবাধ মেরামতের উদ্যোগ নিয়েছেন। শুক্রবার বিকালে পাউবো’র কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মেরামতের কাজের উদ্বোধন করেন এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ। স্থানীয় লোকজন জানিয়েছেন, বেড়িবাঁধটি মেরামতের ফলে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের অন্তত ১৫হাজার মানুষের বসতবাড়ি, আবাদি জমি ও বিপুল পরিমাণ চিংড়িঘের বন্যার ক্ষয়ক্ষতি থেকে আশঙ্কামুক্ত হয়েছে।
জানতে চাইলে সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ বলেন, গতবছরের চারদফা ভয়াবহ বন্যার কারনে মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল তোড়ে উপজেলার অন্যসব ইউনিয়নের মতো চিরিংগা ইউনিয়নেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারমধ্যে সওদাগরঘোনা পালাকাটা রাবার ড্যাম সড়কের বেড়িঁবাধটি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে পড়ার কারনে ইউনিয়নের সাধারণ লোকজনের মাঝে এ নিয়ে আতঙ্ক ও হতাশা বিরাজ করে। তিনি বলেন, বন্যার পর ওইসময় জরুরী প্রকল্পের আওতায় মাটি ভরাট করে বেঁিড়বাধটি চলাচল উপযুগী করা হয়। তারপরও স্থানীয় জনগনের মাঝে আশঙ্কা ও আতঙ্ক থেকে যাওয়ার কারনে টেকসই ভাবে বেঁিড়বাধটি মেরামতের জন্য কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে তাগিদ দেওয়া হয়। এমপি ইলিয়াছ বলেন, তার প্রচেষ্টায় মন্ত্রানালয় থেকে বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে অবশেষে পালাকাটা রাবার ড্যাম সড়কের ক্ষতবিক্ষত সেই বেড়িঁবাধ মেরামত কাজ শুরু করা হয়েছে।
পাঠকের মতামত: