অনলাইন ডেস্ক :: নগরীর বায়েজিদ বোস্তামি থানার মধ্যম শহীদ নগর এলাকায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মো. শফি পলাতক রয়েছে বলে জানান তিনি।
আজ রবিবার (৩০ আগস্ট) মধ্যম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রিটন সরকার।
আটক চারজন হলো- মো. বাদশা মিয়া (৩৬), মো. জাবেদ (২৮), মো. রবিন (১৯) ও মো. ইব্রাহিম (৩০)। তারা বায়েজিদ থানাধীন বিভিন্ন এলাকায় বসবাস করে।
ওসি বলেন, রৌফাবাদ এলাকা থেকে কাজ শেষ করে ফেরার পথে অক্সিজেন আলপনা ক্লাবের সামনে এক নারী ও তার স্বামীর পথরোধ করে শফি। এসময় শফি তার সহযোগীদের নিয়ে স্বামী-স্ত্রীকে সিএনজি অটোরিকশায় তুলে শহীদ নগর সালমা কলোনীতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত চারজনকে আটক করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
পাঠকের মতামত: