ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

জোয়ারে ভাসছে কুতুবদিয়া উপকূল 

আবু আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::  বৈরী আবহাওয়া ও পূর্ণিমার জোয়ারে কুতুবদিয়া উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত। বৃহস্পতিবার দুপুরে পূর্ণিমার সময় বৈরী আবহাওয়ার ফলে সাগরে স্বাভাবিক জোয়ারের ছেয়ে ৪/৫ ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেলে কুতুবদিয়া উপকূলের ভাঙন বাঁধ এলাকায় জোয়ার লোকালয়ে ডুকে পড়ে। যার ফলে উপকূলের নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবণ এলাকায় বসতঘর,পুকুর,ফসলি জমি পানি বন্ধি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের ৭১ পোল্ডারের উত্তর ধুরুং ইউনিয়নের পূর্বচর ধুরুং,পশ্চিম চর ধুরুং, মেয়ারাকাটা, ফয়জানিরবাপের পাড়া,আলী আকবর ডেইল ইউনিয়নের কাহারপাড়া, পূর্ব আলী আকবর ডেইল,আনিচের ডেইল,বায়ুবিদ্যুৎ এলাকায় বেড়িবাঁধ ভাঙা থাকায় এসব এলাকা জোয়ারে প্লাবিত হয়েছে।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফরিদুল ইসলাম চৌধূরী,উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আ,স,ম শাহরিয়ার চৌধূরীসহ স্থানীয় লোকজন নিয়ে উত্তর ধুরুং জোয়ারে প্লাবিত এলাকা পরিদর্শন করে। পাউবোর কর্তৃপক্ষ ও ঠিকাদারকে আগামী অমাবশ্যার জোয়ারের পূর্বে ভাঙ্গন বাঁধ মেরামত করার জন্য অনুরোধ করেন।

আলী ইকবর ডেইল ইউনিয়নের সাইটপাড়া,আনিচের ডেইল,কাহারপাড়া, বায়ুবিদ্যুৎ এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম।

পাঠকের মতামত: