পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি :: পটিয়ার এক বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দুই কিশোরীর লাশ, যাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।
বুধবার (১ জুলাই) ভোর রাতে কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও বড়ুয়া পাড়ার এ ঘটনায় নিহতরা হলেন- মুকুন্দ বড়ুয়ার মেয়ে টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১০)। তারা স্থানীয় একটি স্কুলের অষ্টম ও চতুর্থ শ্রেণির ছাত্রী।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, দুই মেয়ের লাশ উদ্ধারেরর পাশাপাশি মুকুন্দকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।-বিডিনিউজ
“রাতে কোনো এক সময়ে দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মুকুন্দও আত্মহত্যার চেষ্টা করেন। প্রাথমিকভাবে হতাশা থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে মনে হচ্ছে।”
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বোরহান বলেন, কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা মুকুন্দ বড়ুয়া জাহাজে চাকরি করতেন। চার বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তার দুই মেয়ে পটিয়ায় মামার বাড়িতে থাকতেন।
“লকডাউনের পর চাকরি থেকে এসে তিনিও (মুকুন্দ) শ্বশুড় বাড়িতে উঠেন।”
পাঠকের মতামত: