ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় মালবাহী ট্রাকে ইয়াবা পাচার আটক ২

নিজস্ব প্রতিবেদক :: চট্রগ্রামের লোহাগাড়ায় মালবাহী ট্রাকে করে ইয়াবা পাচারকালে ২ জনকে আটক করেছে পুলিশ।  শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি মালবাহী ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ দাউদপুর পাঁচপাড়া বেপারি পাড়ার নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও কক্সবাজার জেলার উখিয়া বালুখালী এলাকার লাল মিয়ার পুত্র জাহেদ হোসেন (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী মালবাহী ট্রাকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পাঠকের মতামত: