ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় করোনা নমুনায় একদিনে ১৫ জন পজেটিভ 

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::  কক্সবাজারের কুতুবদিয়ায় করোনার স্যাম্পল রিপোর্টের মধ্যে ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ তথ্য জানানো হয়। শনাক্ত হওয়া রোগীরা হলেন- উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের কালারমার মসজিদ পাড়া একই বাড়ী ১৩ জনসহ মোট ১৫ জন। তন্মধ্যে ঔষধ কোম্পানীর প্রতিনিধি মুহাম্মদ রাসেদ (২৮) পিতা আহমদ হোসেন, কুতুবদিয়া হাসপাতালের জরুরী বিভাগের স্টাফ সালাহ উদ্দীন (২০) পিতা: মৃত আনোয়ার আলী (ওয়াটবয়), উত্তর ধুরুং কালামার মসজিদ পাড়ার মরিয়ম বেগম (৮৫) স্বামী: রফিক আহমদ, জমির উদ্দিন (৫১) পিতা: সদর আহমদ,। বিলকিস আক্তার (৪৯) স্বামী: জমির উদ্দিন, তানিয়া আক্তার (১৫) পিতা: জমির উদ্দিন, রনি (৩) পিতা: জমির উদ্দিন, ইফতেখার উদ্দিন (১২) পিতা: জমির উদ্দিন, সাব্বির আহমদ তাহমিন (৭) পিতা: জমির উদ্দিন, জান্নাতুল ফেরদৌস (২৪) স্বামী: আলমগীর, আবির (৫) পিতা: আলমগীর, হোসনা বেগম (১৯) পিতা: দেলোয়ার, জোছনা আক্তার (২৩) পিতা: দেলোয়ার, আজমা বেগম (১০) পিতা: দেলোয়ার এবং মিফতাহুল জান্নাত (১০) পিতা: ফরিদুল আলমসহ মোট ১৫ জন।

এব্যাপারে, কুতুবদিয়া করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ডাঃ জায়নুল আবেদীন ওই ১৫ জন করোনা রোগীও হোম কোয়ারান্টাইনে আছে বলে নিশ্চিত করেন।

উল্লেখ্য, এ পর্যন্ত কুতুবদিয়ায় করোনা রোগী শনাক্ত ৩৯ জন। তন্মধ্যে ১৫ জনের পজেটিভ।

পাঠকের মতামত: