ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় রোহিঙ্গা সহ ২২৮ জন করোনায় শনাক্ত, মৃত্যু ৩ , রেড এলার্ট

ফারুক আহমদ, উখিয়া ::  উখিয়ায় বৈশ্বিক করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা হুহু করে বৃদ্ধি পাচ্ছে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পেও। এ পর্যন্ত ২২৮ জন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে রোহিঙ্গা রয়েছে ৫৩ জন। ক্যাম্প কেন্দ্রিক এনজিও কর্মীদের অবাধ বিচরণের কারণে মহামারী এই ভাইরাসের সংক্রমণ দ্রুত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে করোনা সংক্রমণ রোধে ৬ জুন থেকে ১৪ দিনের জন্য উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডকে রেড জোন ঘোষনা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কোট বাজার সহ রাজাপালং ও পালংখালী ইউনিয়নের আংশিক এলাকায় রেড জোন ঘোষনার পাশাপাশি সম্পূর্ণ লক ডাউন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র ফার্মেসী ছাড়া সব ধরণের দোকান ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখা হচ্ছে। সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুইদিন মাত্র নিত্যপণ্যের চাহিদা পূরণে হাটবাজার বসে। রেডজোন ঘোষণার পর থেকে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন সিএসবি২৪ কে বলেন, উখিয়ায় এ পর্যন্ত ২২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । তৎমধ্যে ৫৩জন রোহিঙ্গা নাগরিক। দুইজন রোহিঙ্গাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। অনেক করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি এও জানান, উখিয়ায় প্রতিদিন নমুনা সংগ্রহ করা হচ্ছে। তবে রিপোর্ট পেতে অনেক সময় ৮ থেকে ১০ দিন সময় লেগে যায়৷ কারণ, কক্সবাজারের ৮ উপজেলা এবং পাশ্ববর্তী পার্বত্য বান্দরবান জেলাসহ বেশ কয়েকটি উপজেলার নমুনা পরীক্ষা করা হয় কমেকের একমাত্র পিসিআর ল্যাবে।

পাঠকের মতামত: