ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় ঢাকা ফেরত পুলিশ সদস্যের করোনা শনাক্ত

লোহাগাড়া প্রতিনিধি ::  চট্টগ্রামের লোহাগাড়ায় ঢাকা ফেরত পুলিশ সদস্যের করোনা পজেটিভ। তার বয়স ২৬ বছর। উপজেলার আধুনগর ১নং ওয়ার্ড মছিদিয়া বাইর খাল এলাকায় তার বাড়ি।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ। এ নিয়ে লোগাগাড়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চারজন।

বৃহস্পতিবার (৭ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৫০ জন করোনার নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা পজেটিভ আসে। এদের মধ্যে লোহাগাড়ার একজনের পজেটিভ আসে।

স্থানীয় ইউপি সদস্য সমীর বড়ুয়া বলেন, আক্রান্ত পলাশ সদস্য গত ৩/৪ দিন আগে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন থেকে বাড়িতে আসে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, গত তিনদিন আগে ঢাকা ফেরত পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতারের ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার করোনা পজেটিভ আসে।

পাঠকের মতামত: