ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

মদিনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেল সাতকানিয়ার নাছির

সৌদি আরব প্রতিনিধি ::  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মদিনায় মারা গেল মুহাম্মদ নাছির উদ্দিন প্রকাশ আবায় নাছির (৪০) নামে এক বাংলাদেশি।

তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের এওচিয়ার টেকগ্রামের বাসিন্দা।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর আলদার নামক একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি সৌদি আরবের পবিত্র নগরীর মদিনা মানোয়ার পাশ্বে তৈয়বা মার্কেটের ব্যবসায়ী।

মুহাম্মদ নাছির উদ্দিন গত কয়েকদিন থেকে শ্বর্দী, কাসি ও জ্বর আর শ্বাসকষ্টে ভোগলে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় একসপ্তাহ চিকিৎসা চলে। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে রাখা হয়।

অবশেষে চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে চলে গেলেন রেমিটেন্সযোদ্ধা নাছির।

সৌদি আরবে সোমবার নতুন করে আরো ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সেখানে রিয়াদ: ৯, মক্কা: ১০, জেদ্দা: ২০, মদিনা: ৮, দাম্মাম: ২, কতিফ: ৬, খামিস মুশাইত: ৬ জন ও এপর্যন্ত সর্বমোট আক্রান্ত সংখ্যা ২৪৬৩ জন।

পাঠকের মতামত: