ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

করোনা, কুতুব শরীফ দরবারে শিথিল করা হলো ভক্তদের সমাগম

সংবাদ বিজ্ঞপ্তি ::
দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে বাঁচতে কুতুব শরীফ দরবারে ভক্তদের আগমনে শিথিলতা রক্ষার আহবান জানিয়েছেন দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী।

শুক্রবার পরিচালকের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এই ভাইরাস থেকে বাঁচতে ও অন্যকে বাঁচাতে নিজনিজ অবস্থান থেকে সচেতন হওয়া জরুরি। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে দেশের যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব জায়গায় সভা, সমাবেশ, জনসমাগম নিষিদ্ধ করেছেন। তারই প্রেক্ষিতে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ৩১ মার্চ তারিখ পর্যন্ত ভক্ত, অনুরক্ত, আশেকগন বা ভ্রমন পিপাসুদের কুতুব শরীফ দরবারে আগমন শিথিল করা হয়েছে। দরবার কর্তপক্ষ সরকারের এই সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে ভক্তদের সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন।

এছাড়াও, এ রোগ থেকে নিজে বাঁচতে ও অন্যজনকে বাঁচাতে সচেতন হওয়ার পাশাপাশি মহান আল্লাহর কাছে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাইকে নিজ নিজ ধর্মীয় নিয়মানুযায়ী ফরিয়াদ করার আহবান জানান তিনি।

পাঠকের মতামত: