ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

বেশি দামে চাল বিক্রি করায় সাতকানিয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি :: করোনাভাইরাস সংক্রমনের প্রভাব দেখিয়ে নির্ধারিত দামে চেয়ে বেশি দামে চাল বিক্রির অপরাধে সাতকানিয়ায় চার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (২১ মার্চ) সাড়ে ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-ই আলম।

দণ্ডিতরা হলেন- আরাফাত অটো রাইস মিল মালিক সাব্বির আহমদ, দেলোয়ার চাল বিতানের মালিক দেলোয়ার হোসেন, তৈয়ব স্টোরের মালিক মোহাম্মদ সাদেক হোসেন, ফররুক স্টোরের মালিক ফররুক আহমদ।  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা

পাঠকের মতামত: