ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫ দিনের ছুটি ঘোষণা, ১৮মার্চের মধ্যেই হল ত্যাগের নির্দেশ, করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ২৫ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা চলবে ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে ১০ ও ১১ মার্চ শুক্রবার-শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয় খুলবে ১২ এপ্রিল (রবিবার)।

এছাড়া আগামী ১৮ মার্চ (বুধবার) দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত চলবে। সোমবার (১৬ মার্চ) বিকেলে ৫২০ তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এস এম মনিরুল হাসান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। প্রক্টর বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৯ এপ্রিল পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও করোনা ভাইরাস নিয়ে গবেষণাকারীরা এই ছুটির আওতামুক্ত থাকবে। এ সময় আগামী ১৮ মার্চ (বুধবার) দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: