ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

দরবেশ কাটার এনামুল হক চৌধুরী আর নেই, আজ রোববার জানাযা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার দরবেশ কাটা নিবাসী বিশিষ্ট সমাজসেবক, সত্তর দশকের বৃহত্তর পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ও তৎকালীন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এনামুল হক চৌধুরী (৮২) আর নেই (ইন্না….রাজেউন)। শনিবার সকাল ৮ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এনামুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।আজ রোববার জোহরের নামাজের পর দরবেশ কাটা মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

আলহাজ্ব এনামুল হক চৌধুরী দরবেশ কাটা নিবাসী মরহুম আলহাজ্ব ছরফুদ্দিন আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র এবং চকরিয়ার লক্ষ্যারচর নিবাসী মরহুম খোরশেদ আহমদ চৌধুরীর জামাতা ও সাবেক সচিব আ ম ম নাসির উদ্দিনের শ্বশুর। এনামুল হক চৌধুরী ব্যক্তিগত জীবনে অত্যন্ত সজ্জন ও সৎ লোক হিসেবে পরিচিত ছিলেন।

আলহাজ্ব এনামুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঠকের মতামত: