ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে ৭ হাজার পিচ্ ইয়াবাসহ ২জন আটক

Mostafa Kamal 25-03-2016-Pic.docxমোস্তফা কামাল, ডুলাহাজারা প্রতিনিধি  :::

চকরিয়া উপজেলার ডুলাহাজারায়  মালুমঘাট হাইওয়ে পুলিশ একটি প্রাইভেট কার তল্লাশি করে ৬৮২৫ পিচ ইয়াবা ও গাড়ী সহ ২জন পাচারকারীকে আটক করেছে।  আটককৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ লার পাড়া এলাকার মৃত মো: আমিনের ছেলে মো: জাহেদুল আলম (৪৫) ও চকরিয়া উপজেলার খুটাখালী নতুনপাড়া এলাকার ছৈয়দুল হকের ছেলে মো: আয়াছ (৪০) । মালুমঘাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৫ মার্চ শুক্রবার বিকাল ৪টার দিকে আটককৃতরা ১টি প্রাইভেট কার ঢাকা মেট্টো: গ-৩৩-১১৮৬ নং গাড়িতে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল। এতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের রামু হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ও.সি মুজিবুর রহমান বিষয়টি জানতে পেরে চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ীতে ফোন করে। এতে তাৎক্ষণিকভাবে মালুমঘাট হাইওয়ে পুলিশের এস.আই জামাল হোসেন একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ডুলাহাজারা বাজার এলাকা থেকে ইয়াবা বহনকারী প্রাইভেট কার ও ইয়াবাসহ তাদের আটক করতে সক্ষম হয়। মালুমঘাট হাইওয়ে পুলিশের এস.আই জামাল হোসেন ৬,৮২৫ পিচ ইয়াবা উদ্ধারের ঘটনা সতত্য নিশ্চিত করে তিনি বলেন, এই বিষয়ে পাঁচারকারী আটক ২জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করছে।

পাঠকের মতামত: