ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

উখিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কায়সার হামিদ মানিক, উখিয়া ::

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালীস্থ শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।

১৮ জুন দুপুর দেড়টার দিকে কক্সবাজার মুখী একটি টমটম গাড়ীকে সন্দেহজনক ধাওয়া করে কাস্টমস স্টেশন এলাকা থেকে আটক পূর্বক তল্লাশী চালিয়ে টমটমে অভিনব কায়দায় লোকানো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং চালক কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল দরগার ডেইল গ্রামের নুর মোহাম্মদের ছেলে রায়হান উদ্দিন (২০) কে আটক করা হয়।

এ সময় টমটম গাড়ীটিও জব্দ করা হয়। উদ্ধার ইয়াবা ও জব্দ টমটমের মুল্য ৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন আটক অভিযানে নেতৃত্ব দেওয়া শাহপরীর দ্ধীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ মারুফুর রহমান।

আটক অভিযানে পুলিশের সহকারী উপ-পরিদর্শক জহিরুল হক সহ সঙ্গীয় ফোর্সরা সাথে ছিলেন।উদ্ধার ইয়াবা, ধৃত আসামী ও জব্দ টমটমের ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত ব্যক্তিকে কক্সবাজার জেলহাজতে প্রেরণ করেছে।

উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম মজুমদার সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত: