সেলিম উদ্দিন, চকরিয়া-কক্সবাজার ৭ মার্চ ::
চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে সর্বপ্রথম অনলাইন ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে। গতকাল সোমবার (৭ মার্চ) বাজারস্থ ডা. মোহাম্মদ হোসেন মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্ভোধন করেন ডাচ্ বাংলা ব্যাংকের হেড অব এজেন্ট ডিভিশনের কর্মকর্তা ফিরোজ কবির। বেসরকারী সংস্থা আইডিএস এর চেয়ারম্যান খালেদ মুর্শেদ হিরুর সভাপতিত্বে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ভোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে হাফেজ মুর্শেদুল ইসলাম। ডাচ্ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার আমিনুল ইসলামের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিএস নির্বাহী পরিচালক সাইফুর রহমান। এতে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংক চট্টগ্রাম অঞ্চল রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে খুটাখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম বেলাল আজাদ, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক শফিকুর রহমান শফি মেম্বার ও সাংবাদিক সেলিম উদ্দিন, বক্তব্য রাখেন। আইডিএস এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডা. মোহাম্মদ হোসেন চৌধুরী, শেখ বশির আহমদ হোলালী, ডা. মোহাম্মদ উল্লাহ, মুজিবুর রহমান, মাষ্টার মোহাম্মদ হোছাইন, ডা. নুরুল আবছার, মাওলানা মাহবুবুর রহমান, মনজুর আলম, আইডিএস ভাইস চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য হুমায়ুন করিব, কর্মকর্তা এরফানুল হক, জাফর আলম ও ডাচ বাংলা ব্যাংক খুটাখালী এজেন্ট শাখার ম্যানেজার আনোয়ার হোসেন বুলেট প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অনলাইন ব্যাংকিং কার্যক্রম খুটাখালীতে নব দিগন্তের সুচনা হয়েছে উল্লেখ করে দেশ বিদেশে প্রবাসি ব্যাবসায়ী ও শিক্ষার্থীরা এ সেবা গ্রহণ করতে পারবে এবং মাত্র ১০ টাকার বিনিময়ে এজেন্ট একাউন্ট করে দেশের যে কোন প্রান্ত থেকে টাকা উত্তোলন, জমা, ডিপিএস সহ সপ্তাহে ৭ দিন গ্রাহকরা সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এটিএম কার্ডের মাধ্যমে ব্যাংকিং সুবিধা ভোগ করা যাবে বলে অভিমত প্রকাশ করেন।
পাঠকের মতামত: