ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে অর্ধকোটি টাকা ক্ষতি

sssssনিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা লামার বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে।  খবর পেয়ে চকরিয়া দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে এক ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ৩টি মুদির, ২টি ঔষুধের, ১টি মোবাইলের, ১টি কসমেটিকস ও ১টি চায়ের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । আজ  মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

আগুনে পুড়ে যাওয়া ঔষুধের দোকান আয়েশা মেডিকোর মালিক ডা: মইনুদ্দিন জানান, আগুনে পুড়ে আমার ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি ব্যবসা চালিয়ে আসছি। আগুনে দোকান পুড়ে যাওয়ায় আমি এখন সব কিছু হাবিয়ে নিঃস্ব হয়ে গেছি।

প্রত্যক্ষদর্শী বিএমচর ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে কমসমেটিক দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ৮টি দোকান পুড়ে যায়। এসময় অগ্নিকান্ডে দোকান লাগোয়া তিনটি বাড়ীও আংশিক পুড়ে ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থরা হল নুরুল হক সওদাগর মালিকানাধীন মুদির দোকান ১টি, ডাক্তার মঈনুদ্দিনের মালিকানাধীন ঔষদের দোকান আয়েশা মেডিকো, বশির আহমদ সওদাগরের  মুদির দোকান ১টি, বারেক সওদাগরের চায়ের দোকান, জয়নাল আবেদীনের কাপড়ের দোকান, মো আরিফের মোবাইলের দোকান ও জহির উদ্দিন সওদাগরের ঔষধের দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে।

ফায়ার ও সিভিল ডিফেন্স চকরিয়ার ষ্টেশন অফি সার জিএম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাঠকের মতামত: