ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিশ্বকাপে আজ থেকে শুরু বিদায়ের পালা

ক্রীড়া প্রতিবেদক ::

কোনো টুর্নামেন্টে নকআউট পর্ব বলতে কী বোঝায়? সেটা বিশ্বকাপ হোক কিংবা অন্য যে কোনো টুর্নামেন্ট। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালকেই তো সাধারণ বোঝানো হয় নকআউট পর্ব। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ড থেকেই শুরু নকআউট পর্ব। এটা তো খুব সহজ হিসাব। শুরুতে প্রশ্নই বা করার কী আছে?

কিন্তু যদি এভাবে বলা হয়, হারলেই বিদায়। এমনকি ড্র করলেও বিদায় নিশ্চিত হয়ে যাবে কারও কারও, তাহলে সে সব ম্যাচগুলো কে কী বলা হবে? নকআউট বলাই শ্রেয় নয়? কাগজে-কলমে হয়তো এটা নকআউট নয়। কিন্তু আক্ষরিক অর্থেই রাশিয়া বিশ্বকাপে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে নকআউট পর্ব। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ বৃত্তের ম্যাচ শুরু হচ্ছে আজ।

পাঠকের মতামত: