ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

১৫ দিনের মধ্যে জেল, ক্ষোভ প্রকাশ করে খালেদা জিয়ার টুইট

ডেস্ক নিউজ:

‘১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে’ সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয় কি?

খালেদা জিয়া টুইটে লিখেছেন, শুক্রবার, জানুয়ারি ১৯, পত্রিকায় এসেছে বিনাভোটের এক প্রতিমন্ত্রী বলেছে, ১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে। বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয় কি? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় মাননীয় প্রধান বিচারপতি কি ব্যবস্থা নিচ্ছেন, জনগণ সেই দিকে সতর্ক নজর রাখছে’।

উল্লেখ্য, জাপা দলীয় সাংসদ প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা কয়েকদিন আগে কক্সবাজার সফরকালে চকরিয়ায় জাতীয় পার্টির এক সভায় ‘১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে’ বলে মন্তব্য করেছেন।

পাঠকের মতামত: