ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

টেকনাফের ৪ সাংবাদিকের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা

কক্সবাজার প্রতিনিধি ::

টেকনাফে কর্মরত ৪ সাংবাদিকের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলা হয়েছে।
বুধবার মামলাটি দায়ের করেন জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডট কমের সাংবাদিক সাইফুল ইসলাম।
মামলায় আসামী করা হয়েছে- টেকনাফের সাংবাদিক ফরিদ বাবুল, জিয়াবুল হক, নুর হাকিম আনোয়ার এবং হাবিবুল ইসলাম হাবিব।
বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদি পক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুল মান্নান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী সাইফুল ইসলাম জানান, আসামীরা তার কাছ থেকে চাঁদা পেতে ব্যর্থ হয়ে নারী সংক্রান্ত বিষয় নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেন। অথচ এ সময় তিনি রাজধানির এপোলো হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।

 

পাঠকের মতামত: