ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ডুলাহাজারায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

1003403_927036760705659_2210839057557988750_nমোস্তাফা কামাল, ডুলাহাজারা :

চকরিয়া উপজেলার ডুলাহাজারায় নলকুপের পানিতে ডুবে ৪র্থ শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ ২রা ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটেছে এ মৃত্যুর ঘটনা। নিহত শিশু উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গ্রামের দিন মজুর মোঃ হেসেনের ছেলে ও কাটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র মোঃ কামরুল ইসলাম (১০) বলে জানা গেছে। নিহত শিশু ছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, এ দিন মঙ্গলবার সকাল ৯টার দিকে কামরুল তার নানির সাথে বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দেখার কাজে যান। এতে সে নানির অজান্তে যে কোন সময় ধান ক্ষেতে পানি তুলার নলকুপে পড়ে যায়। কিছুক্ষণ পর তার নানি তাকে না দেখায় খোজা খোজি করলে তাকে নলকুপের পানিতে ভাসতে দেখাযায়। এতে তার নানি স্ব-জোরে চিৎকার করলে, স্থানীয়রা এগিয়ে এসে নলকুপ থেকে শিশু কামরুলকে উদ্ধার করে উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে দিন মজুরের ছেলে ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র কামরুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে, তার মা ও আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকায় চলচে শোকের মাতম।

পাঠকের মতামত: