আতিকুর রহমান মানিক, কক্সবাজার ::
সারাদেশের ন্যায় কক্সবাজারেও আজ সকাল দশটা থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার জেলার ৪১টি কেন্দ্রে মোট ১৯ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা যায়, এ বছর এসএসসিতে ২৩ টি পরীক্ষা কেন্দ্রে অংশ নিচ্ছে ১৩ হাজার ৭৫৯ জন ও দাখিলে ১২টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৫ হাজার ২৩২ শিক্ষার্থী। এছাড়াও কারিগরিতে ৬টি কেন্দ্রে ৭১৮ জন পরীক্ষা দিচ্ছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে, দুই পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে। আজ ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা হবে ৯ থেকে ১৪ মার্চ। এবার বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। গত বছর চালু হওয়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিষয়েও এবার সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। দৃষ্টি প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন পরীক্ষার্থীরা শ্রুতি লেখক নিতে পারবেন। এ ধরনের প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক এবং ডাউন সিনড্রোম বা সেরিব্রালপালসি আক্রান্ত) পরীক্ষার্থীদের ৩০ মিনিট অতিরিক্ত সময় এবং পরীক্ষা কক্ষে তার অভিভাবক, শিক্ষক বা সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনেরর শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার পরীক্ষাকেন্দ্রগুলোর মধ্যে কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৬৫৫ জন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৬ জন, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১২০ জন, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪৪ জন ও কক্সবাজার মডেল হাইস্কুল কেন্দ্রে ৫৩২ জন। সদর উপজেলায় দাখিলে ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৪১০ জন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪০৭ জন ও কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় ৪৩১ জন। এছাড়া কারিগরিতে কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২২৭ জন পরীক্ষার্থী রয়েছে। রামু উপজেলায় এসএসসিতে রামু খিজারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬০ জন এবং রামু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪৪ জন পরীক্ষার্থী, দাখিলে রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ৪০৬ জন পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়াও কারিগরিতে রামু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭২ জন এবং রামু টেক্সটাইল ইনস্টিউট কেন্দ্রে ৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে চকরিয়া উপজেলার চকরিয়া সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ১৯০৭ জন, চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২২৬ জন, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪১০ জন, চকরিয়া কোরক বিদ্যাপিঠ কেন্দ্রে ৬৬৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে । এছাড়াও দাখিলে চকরিয়া আনওয়ারুল উলুম ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৮৪৩ জন এবং চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসা কেন্দ্রে ৩৮১ জন পরীক্ষার্থী রয়েছে। কারিগরিতে চকরিয়া কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ১৪৯ জন, কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০৬ জন এবং ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কুতুবদিয়ায় দাখিলে কুতুবদিয়া বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৪০ জন পরীক্ষার্থী রয়েছে। মহেশখালী উপজেলার মহেশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৭৯৭ জন, কালারমারছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫৭ জন এবং মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৭১ জন। দাখিলে মহেশখালী পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৮৭ জন এবং মহেশখালী কালারমারছড়া কেন্দ্রে ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কারিগরিতে মহেশখালী আইল্যান্ড হাইস্কুল কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৬১ জন। উখিয়া উপজেলায় এসএসসিতে উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৮০০ জন এবং উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫০ জন। দাখিলে উখিয়া রাজাপালং এম,ইউ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৪১৮ জন। কারিগরিতে উখিয়ায় নুরুল ইসলাম চৌধুরী বিএম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ২৯ জন। টেকনাফ উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১০ জন, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮১ জন এবং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০৩ জন পরীক্ষার্থী রয়েছে। দাখিলে টেকনাফ রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৩২৯ জন। পেকুয়া উপজেলায় এসএসসিতে পেকুয়া জি,এম,সি ইনস্টিটিউশন কেন্দ্রে ৫১৬ জন এবং পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮১ জন পরীক্ষা দিচ্ছে। p
===================
পাঠকের মতামত: