ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পেকুয়ায় কেপিএলে ম্যাগপাই বয়েজ চ্যাম্পিয়ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি.

পেকুয়ায় কাচারীমুড়া প্রিমিয়ার লীগ (কেপিএল) এর চ্যাম্পিয়ন হয়েছে ম্যাগপাই বয়েজ ক্লাব। গতকাল ৩১জানুয়ারি রবিবার কেপিএলের ফাইনালে তারা ইলাভেন ব্লাস্টার্ড ক্লাবকে ৩৪রানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। উত্তেজনাপুর্ণ ফাইনালে নির্ধারিত ১০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ম্যাগপাই বয়েজ ক্লাব। তারা ৬ উইকেটে ১শত ৪রান সংগ্রহ করে। জবাবে ১শত ৫রানের টার্গেট নিয়ে ব্যাট করে ইলাভেন ব্লাষ্টার্ড ক্লাব। প্রতিপক্ষের বোলিং তোপে পড়ে তারা নির্ধারিত ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭০রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। ফলে ৩৪রানে জয় লাভ করে ম্যাগপাই বয়েজ ক্লাব। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল বিবেচিত হয়েছেন ম্যাগপাই বয়েজের খেলোয়াড় মো.রিফাত। শিলখালী কাচারীমুড়া স্পোটর্স মাঠে কেপিএল অনুষ্টিত হয়েছে। বিকেল ৩টায় অনুষ্টিত ফাইনালের আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে মাঠে গড়ায় ফাইনাল ম্যাচ। প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মারুফুর রশিদ খান, শিলখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোছাইন, প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি সাংবাদিক এস.এম হানিফ, সমাজসেবক আবু ছিদ্দিক, ইউপি সদস্য জাহেরুল ইসলাম জাহেদ। আয়োজক কমিটির চেয়ারম্যান শাহেদুল ইসলাম টুর্ণামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন। মহাসচিব তানজিমুল ইসলাম জিসান সঞ্চালনা করেন।

পাঠকের মতামত: