ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় টমটমের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

চকরিয়া অফিস:

চকরিয়ায় টমটম ইবাইক গাড়ির ধাক্কায় মোহাম্মদ সাকিব (১২) নামের এক শিশু ছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বদরখালী বাজারে ইউনিয়ন পরিষদের সামনে ঘটেছে এ দুর্ঘটনা। আহতবস্থায় ওই স্কুল ছাত্রকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সাকিব বদরখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আমিরখালী পাড়া গ্রামের ছৈয়দ উল্লাহ’র ছেলে। সাকিব এবছর বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেন, মঙ্গলবার সকালে সাকিব বই-খাতা নিয়ে বাড়ি থেকে হেঁেট স্কুলে যাচ্ছিলেন। ওইসময় ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছলে একটি টমটম ইবাইক গাড়ি সড়কের পাশে থাকা সাকিবকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়। ইউপি চেয়ারম্যান বলেন, এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সাড়ে ৩টার দিকে মারা যায় সাকিব। ঘটনার পর ওই টমটম গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। #

পাঠকের মতামত: