ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

পেকুয়ায় হট্টগোলের মধ্যে ইউনিয়ন বিএনপি’র সম্মেলন

pekua,,পেকুয়া প্রতিনিধি.

পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল ও সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল ৭ এপ্রিল শুক্রবার বিকেল ৪টার দিকে উজানটিয়া মালেকপাড়া মন্ত্রি পরিষদ সাইক্লোন শেল্টার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টুর সভাপতিত্বে ও সদস্য হাসনাতের পরিচালনায় অনুষ্টিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউপির চেয়ারম্যান এম.বাহাদুর শাহ। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোছাইন, সহ-সভাপতি মাষ্টার আরিফ আহমেদ, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন এমজারুল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকবর, বিএনপি নেতা জালাল উদ্দিন, উপজেলা শ্রমিকদল সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, যুবদল সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেল, স্বেচ্ছাসেবকদল সভাপতি আহসান উল্লাহ, ছাত্রদল সভাপতি কামরান জাদিদ মুকুট, ইউনিয়ন যুবদল সভাপতি বাহার উদ্দিন ফরহাদ ও জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুবদল সভাপতি শাফায়েত আজিজ রাজু, বিএনপি নেতা মীর মোশাররফ হোসেন টিটু, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার জয়নাল আবেদিন, বিএনপি নেতা জাফর আহমদ চৌধুরী মেম্বার, আব্দু রহিম মেম্বার, শিলখালীর সাবেক মেম্বার আবুল কালাম প্রমুখ। সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে উজানটিয়ায় সমাবেশ স্থলে হট্টগোল হয়েছে। নেতৃত্ব ও বক্তব্য দেওয়া নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এসময় একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী হাতাহাতিতে জড়ান। উজানটিয়া ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.ফরহাদ ও ছাত্রদল নেতা মাষ্টার ইয়াছিন বক্তব্যের সুযোগ থেকে বδিত হয়েছেন। তারা দুজন ঘোষনা মδের দিকে ধেয়ে যান। এক পর্যায়ে উপস্থাপনকারীকে তাদের সুযোগ দেওয়ার জন্য বাধ্য করাতে চেষ্টা করে। সম্মেলনে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোছাইন তার বক্তব্যে বলেন বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর চলছে অত্যাচার। মানবাধিকার ও আইনের ভুলুন্ঠিত হচ্ছে। বিএনপির এ নেতা সাংবাদিকদের নিয়ে বিষোদগার করেছেন। একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্যে করে তিনি বলেন আপনারা কি লিখছেন না লিখছেন এগুলো রেকর্ড করা হচ্ছে। ক্ষমতায় আসলে কে কি করছে সেগুলোর জবাব দেওয়া হবে।

#################

পেকুয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত

পেকুয়া প্রতিনিধি.

কক্সবাজারের পেকুয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০১৭ পালিত হয়েছে। গতকাল ৬এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার পেকুয়া সদর ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে স্থানীয় ইউপি কার্যালয় চত্বরে জনসচেতনতা মূলক এ সভাটি অনুষ্টিত হয়। পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান এম. বাহাদুর শাহ’র সভাপতিত্বে ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবউল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের অফিস সহকারী সামশুল হুদা ছিদ্দিকী, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহছেনা আক্তার, সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ এম. মাহাবুবুল করিম এমইউপি, মেম্বার সাদ্দাম হোসেন নুরু এমইউপি, মোঃ ইছমাঈল এমইউপি, মোঃ রিদুয়ান এমইউপি, ইউনিয়ন ভূমি অফিস সহায়ক শাহানা বেগম ও মোঃ নাছির, প্রমুখ। কর পরিশোধ উদ্বুব্ধ করণ সভা শেষে জনসচেতনতা মূলক বিশাল একটি র‌্যালী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পাঠকের মতামত: