ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

৫ জানুয়ারি বিএনপিকে রাস্তায় নামতে দেবে না জনগণ: হানিফ

148310অনলাইন ডেস্ক :::

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দশম সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তির দিন আগামী ৫ জানুয়ারি বিএনপিকে রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। গণতন্ত্রের বিজয় দিবসের এই দিনে জনগণ বিএনপিকে রাস্তায় নামতে দিবে না। 

শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি সফল করতে এ যৌথসভার আয়োজন করা হয়।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা না হলে অগণতান্ত্রিক অপশক্তি ক্ষমতা দখলের চেষ্টা করতো। সেই নির্বাচন বানচালের জন্য বিএনপি মানুষ হত্যা করেছে। ৫ শতাধিক স্কুল পুড়িয়ে দিয়েছিলো, ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছিলো। গণতন্ত্র হত্যা চেষ্টার জন্য বিএনপি অভিযুক্ত। সেই বিএনপি ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের নামে রাজপথে কোনো কর্মসূচি পালন করতে চাইলে জনগণ মেনে নেবে না, বাংলার মানুষ বসে থাকবে না। 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে যৌথসভায় মহানগরের নেতারা বক্তব্য রাখেন।

পাঠকের মতামত: