কক্সবাজার প্রতিনিধি :::
কক্সবাজারে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান ভলিবল ও হকি খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠান।
রোববার এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সেলিনা রহমান। তিনি বলেন, নিয়মিত লেখাপড়ার পাশাপশি খেলাধূলায় অংশগ্রহণ করলে জঙ্গীবাদ ও নাশকতা থেকে দূরে থাকা যায়।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপুসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ হকি ও ভলিবল ফেডারেশনের সহযোগীতায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মাসব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রশিক্ষনার্থী অংশ নেয়। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
পাঠকের মতামত: