ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

কালামারছড়ায় প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

durnitiএম.জিয়াবুল হক, চকরিয়া :::

মহেশখালী উপজেলার কালামারছড়ার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। তবে স্লিপের জন্য বরাদ্দকৃত টাকার কাজও প্রায় সম্পন্ন হবার পথে। এসব বিদ্যালয়ের মধ্যে নুনাছড়ি, সর্দারপাড়া ও উত্তর নলবিলা প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া এই তিনটি বিদ্যালয়ে স্লিপের কাজ সম্পন্ন করাতো দূরের কথা শুরুও করেনি।

জানা গেছে, কালামারছড়া ইউনিয়নটি এক সময় সাংষ্কৃতি ও ক্রীড়া দিক দিয়ে উক্ত উপজেলার মধ্যে শীর্ষে ছিল। কিন্ত গত ১০বছর ধরে উক্ত ইউনিয়নের আইনশৃংখলার ব্যাপক অবনতি ঘটেছে। তারপরও এসব শঙ্কা আতঙ্কের মাঝেও কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত করে আসছে। আইনশৃংখলা অবনতির কারনে বিগত সময়ে এলাকায় সাংষ্কৃতিক ও ক্রীড়া এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। তবে পুরানো অতিহ্য ফিরে আনতে ঘাতকদের হাতে নিহত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব উসমান গণি উসমানের পুত্র তারেক শরিফ এলাকার লোকজনদের নিয়ে আইন শৃংখলা দফায় দফায় উঠান বৈঠক শেষ করার পর দুইবছর ধরে আইন শৃংখলা অনেকটা উন্নত হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য ইউনিয়নের চেয়ে এ ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানে এগিয়ে রয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, এই হিসাবে কালামরছড়া ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে উপজেলার মধ্যে স্বীকৃতি লাভ করেন। কিন্তু এসব ভাল খবরের পাশাপাশি কিছুদিন আগে এবার ব্যাপক অনিয়মের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়নের নুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়া তিনটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্লিপের কাজ সম্পন্ন করাতো দূরের কথা এখনো শুরুও করেনি। অন্যদিকে আঁধারঘোনা স: প্রা: বিদ্যালয়, মিজ্জির পাড়া স: প্রা: বিদ্যালয়, ছাইল্ল্যাতলী স: প্রা: বিদ্যালয়, কালামরছড়া স: প্রা: বিদ্যালয় , চিকনি পাড়া স: প্রা: বিদ্যালয় ও নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের উপবৃত্তির টাকা উপজেলা শিক্ষা অফিসের প্রতিনিধি, ব্যাংক প্রতিনিধি ও পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে যথানিয়মে বিতরণ হয়েছে। এ ছয়টি বিদ্যালয়ে বরাদ্দকৃত স্লিপের কাজও প্রায় শেষ হবার পথে। #

পাঠকের মতামত: