ঢাকা,শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

চকরিয়ায় মহাসড়কে লবণ ছিটিয়ে আমদানি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবরদক ::   লবণ আমদানির প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে খুটাখালী হাইস্কুলের সামনে এ কর্মসূচি শুরু করেন হাজারো লবণচাষি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলে। এ সময় চাষিরা মহাসড়কে লবণ ছিটিয়ে রাখেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

চাষিরা অভিযোগ করেন, লবণ মৌসুমের শুরুতেই মিল মালিকরা পরিকল্পিতভাবে দাম কমিয়ে বিদেশ থেকে শিল্প লবণ আমদানির পাঁয়তারা করছেন। এ কারণে চলতি মৌসুমে প্রতি মণ লবণের দাম দাঁড়িয়েছে ২৪০ টাকা। লবণচাষিরা এতে পুঁজি হারিয়ে পথে বসছেন।

বক্তারা বলেন, একদিকে লবণের দর পতনের কারণে চাষিরা পুঁজি হারিয়েছেন, অপরদিকে বড় বড় কোম্পানি প্রতি কেজি লবণ ৪০ টাকায় বিক্রি করছে। আমদানি বন্ধ ও লবণের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে লবণচাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের মাধ্যমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

খুটাখালী হাইস্কুলের কাছে কর্মসূচিতে কয়েক হাজার লবণচাষি অংশ নেন। তাদের অনেকের শরীরে ছিল কাফনের কাপড় জড়ানো। কেউ কেউ মহাসড়কে লবণ ছিটিয়ে প্রতিবাদ জানান। সেখানে বক্তব্য দেন ডুলাহাজারা ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউপির সাবেক চেয়ারম্যান জামিল ইব্রাহিম চৌধুরী, অ্যাডভোকেট শহিদুল্লাহ চৌধুরী, শোয়াইব ইসলাম, খুটাখালী ইউনিয়ন পরিষদ চেযারম্যান মাওলানা আবদুল রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।

পাঠকের মতামত: