নিজস্ব প্রতিনিধি, লামা :: পার্বত্য জেলার বান্দরবানের অবৈধ ব্রিকফিল্ডে মাটির জন্য পাহাড় নিধন ও জ্বালানি কাঠের জন্য নির্বিচারে বন ধ্বংস করা হচ্ছে। সেক্ষেত্রে (৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
লামা পৌরসভাস্থ ছাগলখাইয়া হেডম্যান পাড়া নামক স্থানে অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে SBM ব্রিকস, প্রো: শামসুদ্দিন, সাং: ছাগলখাইয়া হেডম্যান পাড়া, লামা-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(১) ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। তিনি জানান, অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
তিনি আরও জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানি কাঠ জব্দ করা হয়। পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও লামা থানার সহযোগিতায় উপজেলা প্রশাসন, লামা কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।
পাঠকের মতামত: